কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব হলেন কক্সবাজারের সন্তান সাকিব

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব হলেন আব্দুল্লাহ আল হাসান সাকীব। শনিবার (০৯ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক।

তাঁর বাড়ী কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তিনি সাবেক ছাত্রনেতা এবং পেশায় আইনজীবী। বিগত দুই বছর তিনি কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক হিসেবে অধ্যয়ন করছেন।

বাংলাদেশ কল্যাণ পার্টির নির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং দৃক পিকচার লাইব্রেরির প্রতিষ্ঠাতা খ্যাতিমান সাংবাদিক শহীদুল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন দলের মহাসচিব আবদুল আউয়াল মামুন, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস, মিসেস ফোরকান ইব্রাহীম, প্রফেসর আবদুল মান্নান, ল্যা. কমান্ডার ফয়সাল মেহেদী, ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান, নুরুল আফসার, আলী হোসাইন, মাহমুদ খানসহ অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু, যুগ্ম মহাসচিব রাশেদ ফেরদৌস, জাহিদুর রহমান, আবু হানিফ, অ্যাডভোকেট হাসান প্রমুখ।

Scroll to Top