আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সিএনজির ধাক্কায় মো. আনোয়ারুল ইসলাম (৫৮) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
রোববার (১৫) ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে বড় উঠান ইউনিয়নের ফকিনীর হাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারুল ইসলাম আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকার মৃত মোহাম্মদ সালামের পুত্র। তার সংসারে স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
নিহতের চাচাতো ভাই মৌলানা মোহাম্মদ ইদ্রিছ আনছারী জানান, রোববার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে যাওয়ার জন্য জামতলা ১১ নম্বর ঘাটের দিকে যাচ্ছিল আনোয়ার। ফকিনীর হাট গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হালিশহর এলাকায় দিনমজুরের কাজ করে সংসার চালাতো।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এই ঘটনায় সিএনজিটি জব্দ করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি