চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীর কর্ণফুলীতে প্রশাসনের অভিযানে মূল্য তালিকা না টাঙানোর দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকেল ৩টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা নিয়ে ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী চাটগাঁ নিউজকে জানান, উপজেলা প্রশাসন রমজান মাস জুড়ে এ অভিযান অব্যাহত রাখবে। রমজানে সাধারণ ক্রেতারা যেন হয়রানি না হন। কোন অসাধু ব্যবসায়ি যদি বাজার অস্থীতিশীল করতে চায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, আজকের অভিযানে ব্রিজঘাট বাজারের আনোয়ার সিটি ভবনে থাকা ফুলকলিকে ১০হাজার টাকা ও মুরগি দোকানি নুরুল আজমকে ৪হাজার ও মুরগি দোকানি নুরুল আলমকে ৫হাজার টাকা জরিমানা করেছি। মূল্য তালিকা না রাখায় এই তিন প্রতিষ্ঠানতে জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারি পরিচালক (এডি) নাসরিন আক্তার ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।
চাটগাঁ নিউজ/এসবিএন