চাটগাঁ নিউজ ডেস্কঃ কর্ণফুলী উপজেলায় একটি ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজে কিশোর গ্যাংয়ের হামলায় মা-ছেলেসহ ৩ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০ টার সময় উপজেলার শিকলবাহা ইউনিয়ন ২নং ওয়ার্ডের আমেনা রহমান স্কুলের সামনের গ্যারেজে ঘটনাটি ঘটে।
হামলায় আহতরা হলেন- শিকলবাহা ইউনিয়নের মৃত এরশাদ আহাম্মদের ছেলে মোহাম্মদ সুমন (২১) ও মোহাম্মদ সাজ্জাদ (১৮) এবং তাদের মা সকিনা বেগম (৪৫)।
জানা যায়, গ্যারেজের মূল মালিক মহিউদ্দিন চৌধুরী থেকে গ্যারেজটি প্রথমে ভাড়া নেন জাহেদ নামে এক যুবক। পরে নুরুল আমিনের হয়ে গ্যারেজটি দেখাশোনা করে স্থানীয় মুরাদ। ওই গ্যারেজেই কাজ করতেন সাজ্জাদ। গতকাল রাত সাড়ে ১০টায় গ্যারেজটিতে অটোরিকশার একটি চাকা চুরি নিয়ে কথা আহত সাজ্জাদের সাথে বাবলুর কথা কাটাকাটি হয়।
সিসিটিভি ফুটেজ চেক করে চাকা চুরির সত্যতা মিললে বিষয়টি মিমাংসার পথে যায়। কিন্তু কিছু সময় পরে বাবলুর নেতৃত্বে একদল কিশোরগ্যাং রাম দা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গদার পাড়া গ্যারেজে হাজির হন। তারপর অতর্কিত মারামারি শুরু হয়। গ্যারেজ থেকে দু মিনিটের দুরত্বে সাজ্জাদের বাড়ি। খবর পেয়ে সাজ্জাদের মা সকিনা বেগম ঘটনাস্থলে হাজির হলে তাকেও কিশোরগ্যাং সদস্যরা মারধর করে শ্লীলতাহানি করেন বলে ভুক্তভোগীরা দাবি করেন।
পরবর্তীতে এলাকাজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজাদ তাৎক্ষণিক কর্ণফুলী থানায় খবর পাঠান। পুলিশ আসার খবর পেয়ে কিশোরগ্যাং সদস্যরা পালিয়ে যান।
স্থানীয়রা আরও জানান, মোটর রিকশার ওই গ্যারেজে কিশোরগ্যাং সদস্যরা প্রতিদিন অনলাইনে আইপিএল জুয়ার আসর বসান। এমনকি গ্যারেজের পাশের ভাড়া ঘরে দিনরাত জুয়া এবং নেশার আড্ডা চলে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন চাটগাঁ নিউজকে বলেন, শিকলবাহায় একটি মোটর রিকশার গ্যারেজে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে মারামারির খবর পেয়ে রাতেই পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টি এখন তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এসবিএন