পড়া হয়েছে: ৭
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ কামরুল হাসান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বাদলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। গ্রেপ্তার কামরুল হাসান ওই এলাকার মৃত জরিপ আলীর ছেলে বলে জানা যায়।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৭৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
চাটগাঁ নিউজ/ইউডি