স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে কোন দল কোন গ্রুপে থাকবে সেই ড্রাফট আরও আগেই প্রকাশিত হয়েছিলো। অপেক্ষা আইসিসির অনুমোদনের।
এবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ প্রকাশ করলো ম্যাচের সূচিও। সেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশ তাদের ম্যাচগুলো খেলবে দুটো ভেন্যুতে। এর আগে ড্রাফটে যে গ্রুপ দেখা গিয়েছিলো সেখানে আছে বাংলাদেশ আছে গ্রুপ এ তে। বাকী তিন দল ভারত-পাকিস্তান এবং নিউজিল্যান্ড।
এবারের আসর শুরু হবে ২০২৫ এর ১৯ ফেব্রুয়ারি থেকে। আর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ টিম ইন্ডিয়া। ভেন্যু করাচি ন্যাশনাল স্টেডিয়াম।
সে ম্যাচের পরই পরিবর্তন হবে ভেন্যুর। পৌণে চারশো কিলোমিটার উড়াল দিয়ে বাংলাদেশ যাবে লাহোরে। চারদিন বিরতির পর ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের। ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
এরপর অবশ্য আবারও প্রথমের ভেন্যুতেই ফিরবে টাইগাররা। দুই দিন বিরতি দিয়ে ২৭ ফেব্রুয়ারি কিউইদের বিপক্ষে লাহোরে মুখোমুখি হবেন সাকিব-মুশফিকরা।
বিশ্বমঞ্চে বাংলাদেশের সবচেয়ে সাফল্য ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে খেলা। হারিয়েছিলো নিউজিল্যান্ডকে। জিততে দেয়নি অজিদের। মাশরাফির দল খেলেছিলো সেমিতে; দেখার অপেক্ষায় এই গ্রুপ থেকে শান্তর দল যেতে পারবে কতদূর?
চাটগাঁ নিউজ/এআইকে