কনটেন্ট নির্মাতাদের জন্য ফুজিফিল্মের বিশেষ ক্যামেরা

Facebook
WhatsApp
Twitter
Print

সিপ্লাস ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত ব্যবহারকারী বাড়ছে। বিনোদনের মাধ্যমের পাশাপাশি এসব প্লাটফর্ম এখন আয়েরও উৎস। ফলে কনটেন্ট নির্মাতাদের সংখ্যার বাড়ছে প্রতিনিয়ত। কনটেন্ট নির্মাতাদের জন্য এবার বিশেষ ক্যামেরা নিয়ে এসেছে ফুজিফিল্ম।

আকারে ছোট ক্যামেরাটি ব্যাগে করে সহজেই বহন করা যাবে। এটি ফুজিফিল্ম এক্স-এস২০ নামে এসেছে। নতুন এ মিররলেস ক্যামেরাটি ওজনে কম হলেও ডিএসএলআরের সব বৈশিষ্ট্যই রয়েছে এতে।

ক্যামেরাটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ডিজাইন ও লাইটিং। কনটেন্ট নির্মাতাদের কথা মাথায় রেখে নতুন ক্যামেরায় ভিডিও ফিচার সাজানো হয়েছে। কোম্পানির দাবি, এ ক্যামেরা ব্যবহার করে ৬০ এফপিএস-এ ৪ হাজার ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরাটিতে রয়েছে ১৯টি ফিল্ম সিমুলেশন মোড, যা ছবির কোয়ালিটি আরো বাড়াতে পারে। মডেলভেদে ক্যামেরার দাম নির্ভর করবে। ফুজিফিল্ম এক্স-এস২০ ক্যামেরা ভারতে দাম শুরু হচ্ছে ১ লাখ ১৮ হাজার ৯৯৯ রুপি থেকে। এটি শুধু বডির দাম। লেন্সের দাম পড়বে ১ লাখ ২৯ হাজার ৯৯৯ থেকে ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ রুপি পর্যন্ত।

Scroll to Top