কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের মাঝিরঘাট এলাকায় বোট থেকে পড়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে পানিতে ভাসমান লাশ পাওয়া যায় ওই যুবকের।
মৃত যুবকের মায়ের সাথে কথা বলে জানা গেছে, গত রোববার রাত ১০টা ৪০ মিনিটে তার সাথে শেষ যোগাযোগ হয়েছিল। এরপর থেকে অনেক চেষ্টা করেও ছেলের সাথে যোগাযোগ করা যায়নি। মা এবং খালা ক্যাম্প থেকে এসে মাঝিরঘাট এলাকায় লোকজনকে তাদের নাম্বার দিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সন্ধান মেলেনি।
পরে বুধবার তাদেরকে মোবাইল করে জানানো হয় মাঝিরঘাট এলাকায় কুরুস্কুল ব্রিজের নিচে তাদের সন্তানের লাশ পাওয়া গেছে।
এ যুবক পেশকার পাড়া এলাকার এক বহদ্দারের বোটে মাছ ধরার কাজে নিয়োজিত ছিল।
তার সাথের একজন বলেন, বোটে সে সিগারেটের ভেতর গাজা ঢুকিয়ে খাচ্ছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বোটের মাঝি খুঁজতে গেলে তাকে আর পাওয়া যায়নি। আজ সকালে কুরুস্কুল ব্রিজের নিচে ভাসমান লাশ পাওয়া যায়।
কক্সবাজার সদর থানার পুলিশ (তদন্ত) সাকিল বিষয়টি নিশ্চিত করেছেন এবং তার মা-বাবাকে সাথে নিয়ে থানায় গিয়ে বাকি প্রশাসনিক কর্মকাণ্ড শেষ করবেন বলে জানান।
চাটগাঁ নিউজ/এমএসআই