ঈদগাঁও প্রতিনিধি: ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে এক কিশোরের ব্যাটের আঘাতে আরেক কিশোরের মৃত্যু হয়েছে। কক্সবাজারের খুরুস্কুলে পূর্ব হামজার ডেইল এলাকায় সাইফুল্লাহ নামের ওই কিশোরের মৃত্যু হয়।
রোববার (২৪ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানায় উপ পরিদর্শক আমজাদুর রহমান জানান, ব্যাটমিন্টন খেলতে এসে এক পর্যায়ে দুই কিশোরের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এতে সাইফুল্লাহ নামের এক কিশোরের মাথায় আঘাত করে আরেক কিশোর। পরে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম প্রেরণ করে। চট্রগ্রাম নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ও আঘাতকারী দুজনেই অপ্রাপ্তবয়স্ক বলে জানান আমজাদুর রহমান। কিশোর সাইফুল্লাহ নিহতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ। হেফাজতে থাকা আঘাতকারী ১১ বছর বয়সী ওই কিশোরের স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সরবরাহ করে পুলিশ। সেখানে সে বলছিলো, ‘ব্যাটমিন্টন খেলতে না দেয়ায় সাইফুল্লাহ আগে তাকে মারধর করে। এতে সে ক্ষিপ্ত হয়ে ব্যাটের আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে সাইফুল্লাহ।