পড়া হয়েছে: ১৯
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের হোটেল সী-গালের সামনে খুলনার সাবেক কাউন্সিলরকে টিপু হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র্যাব। আটক সন্দেহভাজনের নাম শেখ হাসান ইফতেখার। তিনিও খুলনার ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হোটেল গোল্ডেন হিল থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে র্যাব-১৫।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে কক্সবাজারের হোটেল সীগালের সামনে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসির) ৪ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের নেতা গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
চাটগাঁ নিউজ/জেএইচ