কক্ষপথে গবেষণা স্যাটেলাইট পাঠিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরান পৃথিবীর কক্ষপথে একটি গবেষণা স্যাটেলাইট পাঠিয়েছে। তবে পাশ্চাত্য এর সমালোচনা করে বলেছে, এটি মিসাইল উৎক্ষপণ কাজে ব্যবহার করা হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আলজাজিরা ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানায়, ইরান গবেষণা কাজে ব্যবহারের জন্য ‘চ্যামরান-১’ নামে একটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে।
তবে পাশ্চাত্যের দেশগুলি এর সমালোচনা করে বলেছে, এই স্যাটেলাইট ব্যালেস্টিক মিসাইলের কাজে ব্যবহার করা হবে।

খবরে জানানো হয়, স্যাটেলাইটটির ওজন ৬০ কেজি। এটি হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেম পরীক্ষা-নিরীক্ষার জন্য পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়েছে।

ইরান দাবি করেছে, শনিবার ‘চ্যামরান-১’ স্যাটেলাইটটি পৃথিবীর কক্ষপথে সফলভাবে স্থাপন করা সম্ভব হয়েছে। এটি ‘ঘায়েম-১০০’ রকেটের মাধ্যমে পাঠানো হয় এবং এটি থেকে সংকেতও পাঠাতে শুরু করেছে।

‘ঘায়েম-১০০’ রকেটটি তৈরি করেছে ইরানে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি)-এর মহাকাশ ফোর্স।

তবে পাশ্চাত্যের দেশগুলি সতর্ক করে বলেছে, এই স্যাটেলাইটের কিছু প্রযুক্তি ব্যালেস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য ব্যবহার করা হবে। শুধু তাই-ই নয়, এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এটি পারমাণবিক ওয়্যারহেডও সরবরাহ করতে পারবে।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top