বিনোদন ডেস্ক: এক বছরের জন্য ওয়ালটন কেবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ওয়ালটনের করপোরেট অফিসে ২৯ নভেম্বর (বৃহস্পতিবার) তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সিয়াম আহমেদ বলেন, ‘নিজস্ব চাহিদা মিটিয়ে বিশ্বের ৪০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন। দেশে-বিদেশে সুনাম কুড়াচ্ছে প্রতিষ্ঠানটি। ওয়ালটনের মত একটি টেক জায়ান্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’
ওয়ালটনের পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা ওয়ালটনকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব। ওয়ালটনের সঙ্গে স্বনামধন্য এ অভিনেতার সংযুক্তি এ কার্যক্রমকে ভিন্ন মাত্রা দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।’
চুক্তি সই অনুষ্ঠানে ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যানের বিজনেস কো-অর্ডিনেটর আব্দুল্লাহ-আল-মামুন, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন কেবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ, ব্র্যান্ড ম্যানেজার মো. রুবেল মিয়া উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/জেএইচ