ওমরা যাত্রীর ভোগান্তি নিরসনে অতিরিক্ত ফ্লাইট চায় আটাব

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা উদ্যোগ নিচ্ছেন। তবে ফ্লাইট স্বল্পতার কারণে ওমরা মৌসুমে বিমানে সৃষ্টি হয়েছে আসন সংকট। আবার আসন সংকটের সুযোগে বেড়ে যাচ্ছে টিকেটের মূল্য। একদিকে ধর্মপ্রাণ মুসল্লীর পবিত্র ওমরা পালনের নিয়ত, অন্যদিকে টিকেটের মূল্যবৃদ্ধির যাঁতাকলে পড়ে চরম ভোগান্তি যাত্রীদের।

যাত্রীদের এমন নাজুক অবস্থা নিরসনে বিমান বাংলাদেশ ও সৌদিয়া এয়ারলাইন্সের কাছে ফ্লাইট বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

আটাব’র মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ স্বাক্ষরিত ওই আবেদনে সংগঠনের পক্ষ থেকে বিমানের কাছে ঢাকা-জেদ্দা/মদিনা-ঢাকা এবং সিলেট,চট্টগ্রাম থেকে সপ্তাহে অতিরিক্ত দুইটি ফ্লাইট পরিচালনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিভিন্ন স্কুল,কলেজ বন্ধ থাকার কারণে ডিসেম্বর, জানুয়ারি মাসে পবিত্র ওমরা পালনকারী যাত্রীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় একটু বেশি থাকে। একদিকে বাংলাদেশ- সৌদিআরব রুটের সাধারণ যাত্রী অন্যদিকে ওমরা যাত্রীর চাপে পড়ে বিমানে আসন সংকট সৃষ্টি হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে অধিকাংশ ক্ষেত্রেই বাড়িয়ে দেয়া হয় টিকেটের মূল্য। এমন অবস্থায় প্রায় ২০ হাজার ওমরা যাত্রী বিমানের টিকেটও সংগ্রহ করতে পারেননি। ইতোমধ্যে অনিচ্ছা সত্ত্বেও অনেক ওমরা যাত্রীকে চড়া দামের টিকেট ক্রয় করতে হয়েছে। তাই সংগঠনের পক্ষ থেকে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের কাছে জেদ্দা/মদিনা রুটে সপ্তাহে দুইটা অতিরিক্ত ফ্লাইট পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে ওমরা যাত্রীদেরকে চড়া দামে টিকিট ক্রয় না করারও আহবান জানানো হয়।

চাটগাঁ নিউজ/ইউডি

Scroll to Top