চাটগাঁ নিউজ ডেস্ক: এস আলম গ্রুপের কাছ থেকে ১৯৬.৩৪ কোটি টাকার ১.৫০ কোটি লিটার ভোজ্য তেল কিনছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই ভোজ্য তেল কিনতে যাচেছ সরকার। আগামী রমজান মাসে টিসিবি’র সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এই তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এই ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
কমিটির বৈঠকে উপস্থাপিত নথির তথ্যানুসারে, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে ৩৮.১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। প্রতি লিটার তেলের দাম ১৪০ টাকা। এতে মোট ব্যয় হবে ৫৩.৩৪ কোটি টাকা। পাশাপাশি ১.১০ কোটি লিটার পরিশোধিত খোলা পাম তেলও কেনা হবে। এই তেলের প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৩০ টাকা; এতে মোট ব্যয় হবে ১৪৩ কোটি টাকা।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী রমজানে ট্রেডিং কর্পোরেশন অভ বাংলাদেশের (টিসিবি) সরবরাহ নিশ্চিত করতে এসব তেল ও ডাল কেনা হচ্ছে। টিসিবি তাদের ইস্যু করা ফ্যামিলি কার্ডের বিপরীতে প্রতি মাসে একবার করে কয়েক লাখ পরিবারকে ভর্তুকি মুল্যে ভোজ্য তেল, ডাল, চিনি, চাল সরবরাহ করে থাকে।
চাটগাঁ নিউজ/ইউডি