নিজস্ব প্রতিবেদক: ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও চট্টগ্রাম এমইএস কলেজে ছাত্রদল রাজনৈতিক কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল নেতাদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের ব্যানার টাঙিয়ে অনুষ্ঠান করতে গেলে এ ঘটনা ঘটে।
সাধারণ শিক্ষার্থীরা জানান, কোন ধরনের অনুমতি ব্যতীত ছাত্রদলের ব্যানারে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠান শুরু করে ছাত্রদল নেতাকর্মীরা। ছাত্রদলের এমন সিদ্ধান্তের প্রতিবাদ করেন সাধারণ শিক্ষার্থীরা। এতে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল নেতাকর্মীরা হাতাহাতিতে লিপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদেরকে লাঞ্চিত করেছে বলে অভিযোগ করেন তারা।
পুলিশ জানায়, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তিনজন সহ-সভাপতি, নগর কমিটির আহ্বায়কসহ কয়েকজন ওমরগণি এমইএস কলেজে সাংগঠনিক প্রচারণা চালাতে গিয়েছিলেন। এ সময় সাধারণ শিক্ষার্থী পরিচয়দানকারী কয়েকজন ছাত্র গিয়ে তাদের কলেজ ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ করতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘কলেজে ছাত্রদল একটি অনুষ্ঠান করতে গিয়েছিল। সেখানে কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রোগ্রাম করতে দেয়নি। সেটাকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
চাটগাঁ নিউজ/ইউডি