চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীতে মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিত্যক্ত জুটের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে মাঠে রাখা জুটের অনেকগুলো বস্তা।
শুক্রবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মইজ্জ্যারটেক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন মডার্ণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি।
তিনি বলেন, মডার্ণ পলি ইন্ডাস্ট্রিজের জুটের গুদামে আগুন লেগেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় খুব বেশি ক্ষতি হতে পারেনি। ধারণা করছি, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এর আগে গত ৪ মার্চ বিকেল পৌনে ৪টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামের চিনি কারখানায় আগুন লাগে।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ৪ ঘন্টার মাথায় ফের (৫ মার্চ) ইছানগরে মশার আগুনে ২১ বসতবাড়ি ও দুই গবাদিপশু পুড়ে যায়। আজ আবারও কর্ণফুলীতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
গত বুধবার (৬ মার্চ) দুপুর ১টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আয়ুব বিবি সড়কের ভাড়া বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৪টি ভাড়া ঘর ও তিনটি গোডাউন পুড়ে যায়।
চাটগাঁ নিউজ/এসএ