চাটগাঁ নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবিব খান বলেছেন, এবারের নির্বাচন ভবিষ্যত প্রজন্মের অনুকরণীয় হবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইসি হাবিব বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠ করার লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবে। সে পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। যেখানেই সমস্যা হবে তা সমাধান করা হবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এবারের নির্বাচন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় হবে। আপনারা ভোটের সময় ‘ক্যামেরা ফোকাস’ করে রাখবেন। সাহসিকতার সঙ্গে তা প্রকাশ করবেন। যেখানেই অনিয়মের খবর পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। প্রশাসনের কেউ এর সঙ্গে জড়িত থাকলে তার চাকরি থাকবে না। সকলে মিলে এমন একটি নির্বাচন করতে চাই যা দেশ-বিদেশসহ ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় হবে।’
এ মর্মে ইসি হাবিব আরও বলেন, ‘ সাংবাদিকদের বিষয়ে আমরা আইন করেছি, তারা সীল মারার বুথ ছাড়া সর্বত্র স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারবে। সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করলে ২ থেকে ৭ বছর জেলা দেওয়া হবে। আপনারা নির্ভয়ে সংবাদ পরিবেশন করবেন।’