এখনও কোনো মামলা হয়নি আলিফ হত্যাকাণ্ডে

নিজস্ব প্রতিবেদকঃ ‘চিন্ময়’ কাণ্ডে পুলিশ বাদি হয়ে ১৪৭৬ জনকে আসামি করে একে একে তিনটি মামলা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই ঘটনায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে পৃথক কোন মামলা দায়ের করা হয়নি। তবে নিহতের পরিবার, স্বজন, সহকর্মীরা বুধবার সারাদিন নিহত আলিফের জানাজা ও দাফনে লোহাগাড়ায় ব্যস্ত ছিলেন। মামলার বিষয়ে নিহতের পরিবার এবং সহকর্মীরা রাতে চট্টগ্রাম ফিরে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন বলে নির্ভরশীল সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানান, আলিফ হত্যার ঘটনায় মামলার সবকিছু চূড়ান্ত আছে। আমাদের সমিতির পক্ষ থেকে তার পরিবারের সাথে বসে আলাপ করে মামলার বাদী কে হবেন- তা চূড়ান্ত করা হবে। আজ আমরা সবাই আলিফের জানাজা ও দাফনে ব্যস্ত ছিলাম। তাই মামলা হয়নি।

উল্লেখ্য, সোমবার ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। এ সময় আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে নেওয়ার সময় চিন্ময়ের অনুসারী একদল বিক্ষোভকারী প্রায় তিন ঘণ্টা পুলিশের প্রিজন ভ্যান আটকে রাখে। পুলিশ সরাতে গেলে চিন্ময় অনুসারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যরা লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে।

ওই সংঘর্ষ চলাকালে বেলা ৩টা নাগাদ আদালত গেইটের বিপরীতে রঙ্গম সিনেমা এলাকায় একদল দুর্বৃত্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামের উপর হামলা করে। হামলায় অ্যাডভোকেট আলিফ নির্মমভাবে নিহত হন।

আলিফ নিহতের খবরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধ চেয়ে অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ   

 

Scroll to Top