এক ব্যাগ রক্তে স্যালাইন মিশিয়ে বানানো হত তিন ব্যাগ

ময়মনসিংহে গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংক থেকে এক ব্যাগ রক্ত চুরির সময় মো. নাঈম খান (৩৮) ও মো.আবদুল্লাহ ওরফে তুষার চন্দ্র দে (২২) নামে দুই ব্যক্তি ধরা পড়েছেন। আটককৃতদের নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে রক্ত বাণিজ্যের ভয়ংকর এক তথ্য।

পুলিশ সূত্রে জানা যায়, তারা একটি চক্রের মাধ্যমে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে রক্ত চুরি করত। তারপর প্রতি ব্যাগ রক্ত স্যালাইনের সঙ্গে মিশিয়ে তিন ব্যাগ বানিয়ে বিক্রি করত এরা। এ ছাড়া মাদকাসক্ত ব্যক্তিদের থেকেও তাঁরা রক্ত সংগ্রহ করে বিক্রি করত চক্রটি।

১৯ জানুয়ারি রোববার দুপুর ১২টায় গ্রেপ্তারকৃতদের নিয়ে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, গতকাল ১৮ জানুয়ারি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তারা জানান, বিভিন্ন ক্লিনিক থেকে তারা রক্ত সংগ্রহ করে বিক্রি করতেন। তারা অনেক বড় চক্রের সঙ্গে জড়িত। নগরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ছড়িয়ে–ছিটিয়ে তারা মানুষের ক্ষতি করছেন। মাদকদ্রব্য গ্রহণ করে, এমন ব্যক্তিদের শরীর থেকেও রক্ত সংগ্রহ করে এরা। সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত না নিয়ে তারা ভুয়া ব্লাড ব্যাংকের কথা বলে এসব রক্ত বিক্রি করেন। কিন্তু এদের রক্ত বিক্রি করার কোনো বৈধতা নেই। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, একজন রোগীর কাছ থেকে এক ব্যাগ রক্তের জন্য ২ হাজার ২০০ টাকা নিলেও রক্ত দিচ্ছিল না। পরে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তৎপরতা শুরু করলে চক্রের সদস্যরা আটক হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। রক্ত বিনিময়ে সবাইকে সতর্ক হতে হবে। তা না হলে রোগীদের ভয়াবহ পরিণতি হবে।

চাটগাঁ নিউজ/ইউডি  

Scroll to Top