চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে এডহক কমিটি ঘোষণার এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে নার্সরা। শনিবার (১২ অক্টোবর) সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত এই ধর্মঘট পালন করা হয়।
তবে আগামী সোমবারের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দেন আন্দোলনকারীরা।
তাদের অভিযোগ গত কমিটির অনেকে পদত্যাগ করে চলে গেছেন। তবে ঐ কমিটির আত্মীয়স্বজন অনেকে দায়িত্বরত থাকলেও তারা আসছে না।
আন্দোলনকারীরা জানান, আমাদের এই আন্দোলন ৫ তারিখ থেকে চলছে। আমরা অবৈধ কমিটি বাতিল করে দিছি। আগের কমিটিতে আত্মীয়স্বজন যারা আছে তারা পদত্যাগপত্র দিয়ে চলে গেছে। আমাদের কর্মসূচি এখনো চলমান। আজকে আমরা কর্মবিরতি ডাকছি।
সোমবারের মধ্যে যদি জেলা প্রশাসক এসে দায়িত্ব বুঝে না নেন বা এডহক কমিটি না বসায় তাহলে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করবো। আমাদের এক দফা দাবি প্রশাসক নিয়োগ চাই।
তারা আরও বলেন, এডহক কমিটি একটি সুষ্ঠু নির্বাচন দিবে। নির্বাচনে যোগ্য ব্যক্তি যে আসবেন সে এই হাসপাতাল পরিচালনা করবেন।
এদিকে নার্সদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছিলেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। প্রায় ২ ঘন্টা চলা এই আন্দোলনে এক প্রকার স্থবির হয়ে পড়ে ডায়াবটিক হাসপাতালের চিকিৎসা কর্যক্রম।
চিকিৎসা নিতে রোগীদের অভিযোগ, রোগীদের এক প্রকার জিম্মি করে তারা তাদের স্বার্থ উদ্ধারে উঠেপড়ে লেগেছে। এর আগেও তারা বিভিন্ন বিষয় নিয়ে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছিল।
এই বিষয়গুলোর দ্রুত সুরাহা করে চিকিৎসা কর্যক্রম স্বাভাবিক করার অনুরোধ জানান ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা।
চাটগাঁ নিউজ/জেএইচ