এইচএসসিতে চট্টগ্রামে এবারও এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক : এবারও মেয়েরা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) পাসের হারে এগিয়ে যাওয়ার পাশাপাশি জিপিএ-হারেও ছেলেদের চেয়ে এক পা এগিয়ে। মেয়েদের এমন সাফল্যে খুশিতে আত্মহারা অভিভাবকরাও।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বোর্ডে ২৮২টি কলেজের মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ছয় হাজার ২৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন এক লাখ পাঁচ হাজার ৪১৬ জন। তাদের মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ।

দেখা যায়, পাস হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরাই রয়েছেন সামনের কাতারে। রেজাল্টে ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৭২ শতাংশ। আর ছাত্রী পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ। আবার জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে আছে মেয়েরা।

পরীক্ষার ফলাফলে এবার জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা চার হাজার ৫১০ জন। আর ছাত্রীদের সংখ্যা পাঁচ হাজার ৭৫৯ জন।

চাটগাঁ নিউজ/উজ্জ্বল/এসএ

Scroll to Top