মিরসরাই প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মিরসরাই উপজেলায় ৩টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
সোমবার (১৫ এপ্রিল) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বিকাল ৪ টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়য়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র জালাল উদ্দিন, বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি উত্তম কুমার শর্মা ও লন্ডন প্রবাসী মোহাম্মদ মোস্তফা।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আহম্মদ, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩ জন প্রার্থী এখন পর্যন্ত অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি বিবি কুলছুমা চম্পা, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম কলি।
চাটগাঁ নিউজ/এসবিএন