উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

শনিবার (২০ জানুয়ারি) পরিদর্শন কালে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন এবং হাসপাতালের সকল ওয়ার্ড, এনসিডি কর্ণার, ভায়া কর্ণার, আইএমসিএইচ কর্ণার, এনসি-পিএনসি কর্ণান, লেবার ইউনিট এবং অপারেশন থিয়েটারসহ পুরো কমপ্লেক্স ঘুরে দেখেন। পরিদর্শনকালে বিভিন্ন কার্যক্রম এবং চিকিৎসা ও সেবা প্রদান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লাইন ডাইরেক্টর জাতীয় পুষ্টি সেবা অধ্যাপক ডা. মিজানুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মহিউদ্দীন, কক্সবাজারের সিভিল সার্জন ডা. বিপাশ খীসা সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা।

এই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইমরান হাসপাতালের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করেন। পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউএইচএফপিও, আরএমও, মেডিকেল অফিসার, নার্স এবং সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশ গ্রহন করেন।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top