চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রায় আড়াই ঘন্টার চেষ্ঠার পর বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সাভির্সের কর্মীরা।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন- সোলায়মানের ছেলে বৃদ্ধ আবুল খায়ের (৬০)। তিনি ক্যাম্প-১/ওয়েস্ট, সি/০৬ ব্লকের বাসিন্দা। অন্যজন শিশু মো. রাসেল (৭)। সে ক্যাম্প-১/ওয়েস্ট, সি/০৫ ব্লকের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন- ফায়ার সার্ভিসের কক্সবাজার, টেকনাফ ও উখিয়ার ৮ ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
জানা গেছে, লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট, সি-৫ ব্লকের সিআইসি অফিসের পাশের রোহিঙ্গা শেল্টারে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে এনজিও সংস্থা আইআরসি, হ্যান্ডিক্যাপ, এমএসএফ ও সিআইসি অফিসসহ প্রায় ৬২০টি ঘর পুড়ে যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ