উখিয়ায় মালাউই প্রতিরক্ষা বাহিনীর ৮ সদস্য প্রতিনিধি দল

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় মালাউই প্রতিরক্ষা বাহিনীর ৮ সদস্য প্রতিনিধি দল এসেছেন৷
বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকালে উখিয়ার ইনানী হোটেল ইনানি বে ওয়াচে অবস্থান করেন।

মালাউই প্রতিরক্ষা বাহিনীর ৮ সদস্য প্রতিনিধি মধ্যে মালাউই প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল পল ভ্যালেন্টিনো ফিরি, ব্রিগেডিয়ার জেনারেল জর্জ ওয়ারউইক ফিরি, ব্রিগেডিয়ার জেনারেল লুক মওয়েটসেনি ইয়েতালা, ব্রিগেডিয়ার জেনারেল ড্যানিয়েল কুয়ালি, কর্নেল এনোক বোলামোয়ো এনটোনিয়া, কর্নেল গিভেন্স কিশোম্বে সিচালি, কর্নেল চনস্পিন রবার্ট ফিরি, লেফটেন্যান্ট কর্নেল থোকোজানি অ্যান্ড্রু চাজে৷

গোয়েন্দা সংস্থার সূত্র জানাযায়, মালাউই প্রতিরক্ষা বাহিনীর ৮ সদস্য প্রতিনিধি দল বৃহস্পতিবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও রামু সেনানিবাস পরিদর্শন করার কথা আছে৷ বৃহস্পতিবার রাতে বেসরকারি বিমানে ঢাকা ফিরে যাওয়ার কথা আছে৷

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top