উখিয়ায় ভেঙে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল ও নামফলক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: গত রাতে শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্যের প্রতিবাদে কক্সবাজারের উখিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল ভেঙে দিয়েছেন এবং নামফলকও খুলে ফেলেছেন ছাত্র-জনতা।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে স্থাপিত ম্যুরালটির ভেঙে দেওয়া হয়। পরে রাজাপালং ইউনিয়ন পরিষদের গেইটে উপজেলা আওয়ামী লীগের নামফলকও খুলে ফেলা হয়৷

এদিকে শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্যে কমেন্ট বক্সে মন্তব্য করেছেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন ও সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ। কমেন্ট বক্সে সেখানে দেখা যায় “নেত্রী ঘোষনা দেন দেশে সকল এমপিতে আর মন্ত্রীদের নেতাদের চলে আসতে বলেন সয্য হচ্ছে না” এমন মন্তব্যের প্রতিবাদে উখিয়ার ছাত্র-জনতা ফুঁসে ওঠে৷

এরআগে মঙ্গলবার রাতে উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়ালে, উখিয়া কলেজের ওয়ালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্ত স্নাত গণঅভ্যুত্থানের গ্রাফিতির উপর বড় বড় অক্ষরে জয় বাংলা, শেখ হাসিনা লেখা নিয়ে তোলপাড় সহ সর্বত্রে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসবের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসেছ উঠে৷ এই আওয়ামী লীগের দোসরদের প্রেফতারে দাবি করেন ছাত্র-জনতা৷

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী জানান, আমি শুনেছি কিছু লোক গেটের ভেতর প্রবেশ করে শহিদ মিনারের ম্যুরালটি ভেঙে চলে যায় এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের গেইটে একটি নামফলক ভেঙে চলে যায়৷

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top