ঈদগাঁওতে যুবদলের প্রতিষ্টাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা ক্যাম্প

 ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর (রবিবার) ঈদগাঁও উপজেলা যুবদল আহবায়ক কমিটির পক্ষ থেকে উপজেলার ইসলামাবাদ শাহ ফকিরা বাজারে এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় তিনশতাধিক রোগীকে ওষুধসহ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন বলে জানিয়েছেন উপজেলা যুবদলের আহবায়ক জালালাবাদ ইউপি মেম্বার কামাল হোসেন।

এসময় আয়োজকদের মধ্যে উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল উদ্দিন বেলাল, সিঃ যুগ্ন আহবায়ক আজিজুল হক রুবেল, যুগ্ম আহবায়ক মোঃ আবুহেনা, মোঃ শাহাজাহান, মোঃ আলমগীর ও কাউছার উপস্থিত ছিলেন।

সদস্য সচিব বেলাল উদ্দিন বেলাল জানিয়েছেন, নিম্ন আয়ের মানুষগুলো টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে অনেকেই কষ্ট পাচ্ছে তাই প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তারা যুবদলের প্রতিষ্টাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে।

এসময় অথিতি হিসেবে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল, মোঃ আলমগীর, শ্রমিকদল সাধারণ সম্পাদক শফিউল আলম তাজ, কৃষকদল সদস্য সচিব ওমর ফারুক ভুট্টু, যুবনেতা বাবুল, আজম, শাহাজান, তৈয়ব, মনজুর, ডাঃ হামিদ, ডাঃ সাইফুল, জয়নাল, রহিম, নোমান, রুবেল, রিয়াজসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

চাটগাঁ নিউজ/সেলিম/জেএইচ

Scroll to Top