পড়া হয়েছে: ৫৭
ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮টায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম নাপিতখালী সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার মোঃ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নাপিতখালী অতিক্রম করার সময় তিনি ট্রেনে কাটা পড়েন। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।
ঈদগাও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান বলেন, এ ব্যাপারে এখনো কেউ থানায় অবহিত করেনি। রেললাইনে কোনো দুর্ঘটনা ঘটলে জিআরপি (রেলওয়ে পুলিশ) লাশ উদ্ধার করবে।
চাটগাঁ নিউজ/সেলিম/জেএইচ