পড়া হয়েছে: ১৬
চাটগাঁ নিউজ ডেস্ক : উচ্চ আদালতের নির্দেশে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) কে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ঈগল এবং নিবন্ধন নাম্বার ৫০।
বুধবার (২১ আগষ্ট) সন্ধ্যায় ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এবি পার্টি নিবন্ধন পাওয়ায় ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাড়িয়েছে ৪৫ টি।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেৃশ সুপ্রিম কোর্ট এর মাননীয় হাইকোর্ট বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে The Representation of the People Order, 1972 Chapter VIA এর বিধান অনুযায়ী আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করিয়াছে। উক্ত দলের জন্য “ঈগল” প্রতীক সংরক্ষণ করা হইয়াছে এবং উহার নিবন্ধন নং-০৫০।
চাটগাঁ নিউজ/এআইকে