ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করতে প্রস্তুত মরক্কো

চাটগাঁ নিউজ ডেস্ক: মরোক্কানদের পিটিশনে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করার জন্য তারা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মরক্কোর সরকার। মন্ত্রিসভার বৈঠকের পর সরকারের মুখপাত্র মোস্তফা বায়তাস বলেন, সরকার পিটিশনটি বিবেচনা করছে।

বুধবার (১০জানুয়ারি) এ কথা জানানো হয় বলে বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে।

মরক্কো সরকারকে পাবলিক পলিসি অবলম্বন করতে বা চুক্তি বাতিল করার জন্য অনুরোধ জানাতে মরোক্কানদের জন্য পিটিশন অন্যতম উপায়। মরক্কোর আইন অনুসারে, সরকারি কমিটি যেকোনো দাখিল করা আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার জন্য তা দেখে। যেকোনো পিটিশনে পাঁচ হাজার জনের স্বাক্ষর থাকলে কমিটি তা বিবেচনা করে।

এরই ধারাবাহিকতায় মানবাধিকারকর্মীরা মরক্কোর সরকারকে ইসরাইলের সাথে স্বাভাবিক সম্পর্ক বন্ধ করার দাবিতে একটি পিটিশন জমা দেওয়ার ঘোষণা দিয়েছে।

মোস্তফা বায়তাস বলেন, আবেদনগুলো ২০১১ সালের সংবিধান অনুযায়ী সংগঠিত, যা নাগরিকদের উন্নয়ন সমস্যা সম্পর্কে তাদের মতামত প্রকাশ করার বা আইন ও আইন প্রণয়নের অনুরোধ করার সুযোগ দেয়।

প্রসঙ্গত সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর ২০২০ সালের ডিসেম্বরে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়া চতুর্থ আরব দেশ ছিল মরক্কো।

সূত্র : মিডল ইস্ট মনিটর

 

চাটগাঁ নিউজ/এমএসআই

Scroll to Top