চাটগাঁ নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পাকিস্তানের বিশেষ আদালত। তোশাখানার নতুন মামলায় টানা ১০ দিন শুনানিতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয়েছে। খবর ডনের
বৃহস্পতিবার মামলার শুনানি করেন এফআইএর বিশেষ আদালতের বিশেষ জজ শাহরুখ আরজুমান্দ। সোমবার পর্যন্ত মামলার শুনানি মুলতবি করা হয়। আদালত আসামিদের জামিনদারকেও নোটিশ দিয়েছেন।
এর আগে ইমরান খানকে রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) বেচাকেনার মামলায় গত মাসে ইসলামাবাদ হাইকোর্ট জামিন দেন। তবে তার বিরুদ্ধে অন্য মামলা থাকায় সরকার তাকে মুক্তি দেয়নি। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী তিনি। ইদ্দত মামলায় খালাস পাওয়ার পর ১৩ জুলাই ইমরান ও বুশরাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়। গত অক্টোবরে ইসলামাবাদ হাইকোর্ট থেকে তোশাখানা মামলায় জামিন পান বুশরা। তবে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান জামিন পাননি।
নতুন করে তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ), তাতে দুজনের বিরুদ্ধে বিদেশি উপহার হিসেবে পাওয়া দামি গয়না তোশাখানায় জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ইমরানের মুক্তির দাবিতে গত ২৪ নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভের পর সরকার নেতাকর্মীদের ধরপাকড় চালাচ্ছে। পার্টির নেতারা গত সপ্তাহে বলেছে যে, তাদের বিক্ষোভে পুলিশি দমন-পীড়নের পর ইসলামাবাদ থেকে দলের নেতৃত্ব পিছু হটলে বুশরা বিবি খাইবার পাখতুনখাওয়ায় রয়েছেন বলে মনে করা হচ্ছে।
ইসলামাবাদে ইমরান খানের বিরুদ্ধে ৭৬ মামলা হয়েছে। ইমরানের বোন নওরিন নিয়াজির এক রিট পিটিশনের তথ্য অনুযায়ী, গত সপ্তাহ পর্যন্ত ইমরানের বিরুদ্ধে ৬২টি এফআইআর দাখিল করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি