বিনোদন ডেস্ক: আল্লু অর্জুন, রাশমিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’ ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি ৪ ডিসেম্বর থেকে বিশেষ প্রিভিউ শো-এর মাধ্যমে মুক্তি পাবে। সুকুমার পরিচালিত এই সিনেমাটি একটি বিশাল উন্মাদনা সৃষ্টি করেছে।
সিনেমা পাড়ার বোদ্ধারা মনে করছেন, বিশ্বব্যাপী মুক্তিতে সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে সর্ববৃহৎ ওপেনার হতে পারে।
‘পুষ্পা ২’র মুক্তির বিশেষত্ব হচ্ছে বিশাল ফ্যানবেজের অভূতপূর্ব উন্মাদনা। সিনেমাটি তার হিন্দি ভার্সনে ৪৫০০ পর্দায় মুক্তি পাবে। ডাবিং করা ভারতীয় সিনেমা হিসেবে সর্বোচ্চ হলে মুক্তি পাওয়া ছবি এখন ‘পুষ্পা ২’। আর সব ভাষায় মোট বিশ্বের ৯০০০ পর্দায় মুক্তি পাবে ছবিটি। ভারতের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম মুক্তি হতে চলেছে।
আগাম বুকিং এবং প্রথম প্রতিক্রিয়া
পুষ্পা ২ এর হিন্দি ভার্সনের আগাম বুকিং রেকর্ড গতিতে চলছে। সিনেমার প্রতি উন্মাদনা এবং হাইপ দেখে এটা নিশ্চিত যে, পুষ্পা রাজ চরিত্রে আল্লু অর্জুন হিন্দি ডাবড সিনেমার জন্য অন্যতম বৃহত্তম ওপেনিং সংগ্রহ করতে যাচ্ছেন। দক্ষিণ ভারতে, বিশেষ করে হিন্দি ভাষীদের সিনেমার বাজারে এর সাফল্যই তার রেকর্ড ব্রেকিং সম্ভাবনাকে নির্ধারণ করবে। অনুমান করা হচ্ছে, মুক্তির আগেই অগ্রিম আয় ১০০ কোটি রুপি ছুঁয়ে যাবে।
‘পুষ্পা ২’ ভারতীয় সিনেমার শীর্ষ ৪টি বৃহত্তম ওপেনারের মধ্যে স্থান পেতে চলেছে। সিনেমাটির বিশাল ফ্যানবেজ এবং প্রত্যাশা সেই আভাসই দিচ্ছে। কোভিড-১৯ মহামারীর কঠিন বছরগুলোর পর ‘জওয়ান’, ‘পাঠান’র মতো ‘পুষ্পা ২’ সিনেমাকেও ভারতীয় চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করার আরও একটি শক্তি হিসেবে দেখা হচ্ছে।
যতটা উত্তেজনা তৈরি হচ্ছে ‘পুষ্পা ২’ সিনেমাটি নিয়ে বক্স অফিসে সেই প্রভাব বজায় থাকে কি না সেটাই এখন দেখার বিষয়।
চাটগাঁ নিউজ/জেএইচ