আ.লীগ নেতা ফখরুল আনোয়ার ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে ২ দিনের  রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ।

আদালত সূত্রে জানা যায়, কোতোয়ালি পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপু জানান, আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের বিরুদ্ধে ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলাকারীদের অর্থ যোগানদাতা ও প্রত্যক্ষ মদদদাতা হিসেবে অভিযোগ এনে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। উনাকে আরও একটি মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিস্ফোরক আইনের মামলায় ফখরুল আনোয়ারের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে (৫৮) আটক করা হয়।

রবিবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

চাটগাঁ নিউজ /ইউডি/এমকেএন/এসএ

Scroll to Top