আ.লীগ-ছাত্রলীগের ৩৪ নেতাকর্মী আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটক আসামিরা হলেন, বশির আহাম্মদ প্রকাশ বশির (৩৪), শামসুল আলম ভূঁইয়া বাবুল (৫৬), মিজানুর রহমান (৫৩), মোহাম্মদ আলী আকবর (৪০), মো. খায়েরুল ইসলাম তুষার (২৪), তয়ন বড়ুয়া (২২), মো. আরিফ আহম্মেদ (৩০), মো. হাছান (৪২), মো. জাহাঙ্গীর আলম (৪৪), মো. রাজু (৩০), রামপুরা ওয়ার্ড যুবলীগের যুগ্ম আাহ্বায়ক সুলতান মাহামুদুল হাসান(৪৩), বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ১২। মো. আরিফ(৩১), মো. রুবেল, মো. সেলিম প্রকাশ রমজান আলী (২০), মো. নিজাম উদ্দিন সজিব (২২), মো. রেজাউল করিম তানভির (২৫), মো. আব্দুল শুক্কুর, মো. শহিদুল ইসলাম(৩২), মো. ইকবাল আহাম্মেদ আলভী (২১), মো. সাইফুল ইসলাম (২৫), মনছুর আলম (৩৫), মো. তৈমুর শাহ (৪০), মো. হাসেম (৩১), মো. আকবর হোসেন (৩০),পটিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আনিসুল ইসলাম সৌমিক (৩১), মো. আরিফ হোসেন (২৪), মো. শহিদুল ইসলাম শাওন (২৪), তুহিন মুরাদ (৩২), মো. মাহিম (১৯), মো. দিদার (৩৯), মো. ইমরান হোসেন (৩২), মো. ওমর ফারুক (৩২), মো. জাবেদ আফসার চৌধুরী (৪৭) ও মো. আব্দুর রহিম।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৪ জনকে আটক করা রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top