সন্দ্বীপ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নিরাপদ নৌ পথের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে সন্দ্বীপের মানুষ। তাই দুর্ভোগ নিরসনে ফেরি সার্ভিস চালু করতে যাচ্ছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিআইডব্লিউটিএ গঠিত স্থান নির্ধারণ কমিটি কুমিরা ঘাট পরিদর্শন করেছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিটির সদস্যদের স্বাগত জানায়। এ সময় কমিটির সদস্যরা যাচাই বাছাই করে ফেরি পারাপারের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করে অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপনের আহ্বান জানান। একই সঙ্গে সন্দ্বীপবাসীর পক্ষে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন।
বিএনপির এই প্রতিনিধি দলে ছিলেন সন্দ্বীপ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামসেদুর রহমান, বর্তমান যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার নাসিরুল কবির মনির তালুকদার, সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহবায়ক আহসানুল কবির তালুকদার, বহিঃবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি আবদুল কাদের শিপন ও মো. মিলাদ, বিএনপি নেতা ইদ্রিস আলম প্রমুখ।
চাটগাঁ নিউজ/ফয়সাল/জেএইচ