আলিফ হত্যা: আরও চার আসামির রিমান্ড মঞ্জুর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও চার আসামিকে রিমান্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম তৃতীয় মহানগর হাকিম আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন—রিপন দাস, বিশাল দাস, আমান দাস ও রাজীব ভট্টাচার্য্য। এদের মধ্যে রিপন দাসের ৫ দিন এবং বাকিদের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার প্রধান আসামি চন্দন দাসের ৭ দিন এবং রিপন দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরিফুল ইসলাম।

চার আসামির রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভুঁইয়া। তিনি বলেন, সাইফুল হত্যা মামলায় এক আসামির ৫ দিন এবং আরও ৩ আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে আজ মঙ্গলবার সকালে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় ৮ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

চাটগাঁ নিউজ/জেএইচ

 

Scroll to Top