আলিফ হত্যায় অবশেষে পরিবারের মামলা, আসামি ৬৬২

চাটগাঁ নিউজ ডেস্ক: চিন্ময়কাণ্ডে গত ২৬ নভেম্বর (মঙ্গলবার) হত্যার শিকার সাইফুল ইসলাম আলিফের পরিবার অবশেষে মামলা দায়ের করেছে। এ ঘটনায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।

আজ শনিবার (৩০ নভেম্বর) নগরীর কোতোয়ালী থানায় নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

যেখানে আসামি করা হয়েছে— কোতোয়ালী থানার বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শ্রী শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, শ্রী গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস, রাজীব ভট্টাচার্য্য।

এর বাইরে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগ এনে ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন হত্যাকাণ্ডের শিকার আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর পরেই মূলত আদালত প্রাঙ্গণে অরাজকতা শুরু করে চিন্ময় ও ইসকনের সমর্থকরা। তার জেরে প্রাণ যায় চট্টগ্রাম আদালতের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) সাইফুল ইসলাম আলিফের।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top