আমিরাতে মন্দির উদ্বোধন করলেন মোদি

চাটগাঁ নিউজ ডেস্কঃ উত্তর প্রদেশের অযোধ্যার পরে এবার পশ্চিম এশিয়ার মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মন্দির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুদিনের সফরের দ্বিতীয় দিনে আবুধাবিতে বিএপিএস বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার উদ্যোগে তৈরি হিন্দু মন্দিরের উদ্বোধন করেন তিনি। এদিন মন্দির উদ্বোধনে হাজির ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, বিবেক ওবেরয় এবং গায়ক শঙ্কর মহাদেবন।

প্রসঙ্গত, আবু ধাবিতে এটিই প্রথম হিন্দু মন্দির। সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয়। ওই দেশের বৃহত্তম শহর দুবাইয়ে রয়েছে একটি মন্দির। উল্লেখ্য, মোদি ক্ষমতায় আসার পরেই আবুধাবিতে মন্দির গড়া নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন মোদি। তার পরই ওই দেশের সরকার ঘোষণা করে, তারা হিন্দু মন্দির গড়ার জন্য ২০ হাজার বর্গ মিটার জমি বরাদ্দ করবে আবু ধাবির শেখ জায়েদ হাইওয়ের পাশে আবু মুরেইখায়।

আবু ধাবির শেখ জায়েদ হাইওয়ের পাশে আবু মুরেইখায় আগের দিন রাতেই প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত স্থানীয় ভারতীয়দের ‘আহলান মোদি’ প্রবাসী ভারতীয়দের উদ্দেশে মোদি বলেন, আমি এখানে আমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছি। আমি মাটির গন্ধ নিয়ে এসেছি যেখানে আপনারা জন্মগ্রহণ করেছিলেন। একইসঙ্গে ১৪০ কোটি ভারতীয়দের বার্তাও এনেছি। সেই বার্তাটি হলো-ভারত আপনাদের ওপর গর্বিত।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top