আমার দুর্ভাগ্য যে কাদের আমার বাসায় এসে ওঠেননি: মির্জা ফখরুল

চাটগাঁ নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমার দুর্ভাগ্য যে উনি (কাদের) আমার বাসায় এসে ওঠেননি।

রোববার (২৫ আগস্ট) বিকেল ৩টায় সিলেটের একটি অভিজাত হোটেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় সরকার পতনের পূর্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেন পালাব না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এখন সেই কথাগুলো মিস করেন কী- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমার দুর্ভাগ্য যে উনি (কাদের) আমার বাসায় এসে ওঠেননি।’

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমার মনে হয় না বিএনপির কোনো দায়িত্বশীল নেতা বা কর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত আছে। তবে মামলা করার প্রবণতা থাকার কারণ আছে। কারণ বিএনপির বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলো ১০০-১৫০ জনের মতো না, দুই-তিন হাজার জনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তবে আমার মনে হয় না আমাদের কোনো নেতাকর্মী এসব মামলা করছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে কেউ কথা বলতে ১০ বার চিন্তা করতো, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ধরা খাব কি না, পুলিশ এসে ধরে নিয়ে যায় কি না। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। মানুষ আজ নতুন করে জেগে ওঠেছে।’

শেখ হাসিনার পতন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে যে শেখ মুজিবুর রহমানের নাম জড়িত, সেই ব্যক্তির মেয়ে শেখ হাসিনার এই করুণ পরিণতির জন্য আমার খুব কষ্ট হয়। তার পতনের মূল কারণ হলো ক্ষমতার লোভ, দাম্ভিকতা আর দুর্নীতি।’

এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সফরকালে বিএনপি মহাসচিবের সহধর্মীণীও সিলেট আসেন।

সিলেটে পৌঁছে বেলা সোয়া ১২টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারতকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top