আমিরাত প্রতিনিধি: বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩১আগস্ট ) মোছাফ্ফার মিরছি রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত এ অনুস্ঠানে সভাপতি করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম উদ্দিন সিকদার এর পরিচালনায় অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল।
প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফার সাবেক সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সিনিযর সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, সহ সভাপতি শওকত আকবর, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি এস এম রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবির সভাপতি সৈয়দ লুৎফর রহমান, আবুধাবী যুবলীগের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার প্রমুখ।
কুরআন তেলোওয়াত করেন মোহাম্মদ হারুন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, মোহাম্মদ মামুন, জহিরুল ইসলাম, মোজাম্মেল হোসেন, লোকমান তুহিন, মোহাম্মদ আবু ইউসুপ, মোহাম্মদ জামশেদুল আলম, গোলাম কাদের ইফতি, মোহাম্মদ সেলিম নেওয়াজ, নাসির উদ্দিন, মোহাম্মদ মোরশেদ, সেলিম উল্লাহ আনসারী প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা প্রবাহ উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার কোন বিকল্প নেই। তাই তিনি সকলকে স্ব স্ব স্হান হতে এগিয়ে আসার আহবান জানান।
দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্মীয় সম্পাদক মোহাম্মদ ইউনুস মোল্লা।