আমিরাত প্রতিনিধি: আবুধাবীর বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ আবুধাবীর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বাদে এশা সংগঠনের আবুধাবীর সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম মমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমীন সাঈদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইনজিনিয়ার কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিরাতের জনপ্রিয় প্রবাসী কম্যুনিটি নেতা বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সভাপতি জননেতা আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, বরিশাল বিভাগ আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজা মল্লিক বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সাধারণ সম্পাদক নাছির তালুকদার, আমিরাত ইন্জিনিয়ার ওয়েলফেরার এসোসিয়েশন সভাপতি প্রকৌশলী আশীষ বডুয়া, জনতা ব্যাংকের সিইও কামরুজ্জমান সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, সংগঠনের নির্বাহী সদস্য উত্তম কুমার হাওলাদার প্রমুখ।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী চৌধুরী,ডিজিটাল ফিউচার কোম্পানির কর্নধার সহসভাপতি মোহাম্মদ সিফাত উল্লাহ, শাখা সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী লুৎফুর রহমান,সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান জাকির,কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রিয়াদ হোসেন,কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রিপন তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার সাহেদ,ভাইয়া গ্রুপের ডাইরেক্টর মোহাম্মদ দৌলা পাপ্পু, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বারসহ কেন্দ্রীয় এবং আঞ্চলিক কমিটির অনেক নেতৃবৃন্দ।
সাঈদ নুরুল আমীনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত মহোদয়সহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন খালেদ সাইফুল্লাহ, কবিতা আবৃত্তি করেন সাইদ আমিনসহ অনেকে।
বরিশাল বিভাগ কল্যান পরিষদ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর স্যারকে সম্মামননা স্বারকে ভুষিত করা হয়। সাথে সাথে বাংলাদেশ ইসলামিয়া স্কুল আবুধাবি থেকে বরিশালের বাসিন্দা দুইজন এস এস সি তে উত্তীর্ণ শিক্ষার্খী সম্মামনা স্বারক ক্রেষ্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক ভাইয়ের মেজো ছেলে আহমদ মল্লিক লন্ডন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্সে গ্রাজুয়েসন সম্পন্ন করায় সম্মামনা স্বারক দেয়া হয়।
অনুষ্ঠানের স্পনসর হিসাবে সার্বিক সহযোগিতা করেন ডিজিটাল ফিউচার প্রোপারটি ম্যানেজমেন্ট, ভাইয়া প্রোপারটি গ্রুপ ও নাবিস্কো গ্রুপ।