আবুধাবি শ্রী শ্রী সনাতনী গীতা সংঘে মহাপুরুষের আবির্ভাব তিথি উদযাপন

আমিরাত প্রতিনিধি: জ্যের্তিময় মহাযোগী শ্রীমৎ স্বামী  জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ এর ১১৫ তম আবির্ভাব দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত আবুধাবি  শ্রী শ্রী সনাতনী গীতা সংঘ মন্দিরে পালিত হয়েছে ।

সমবেত উপাসনা ও গুরু মহিমা স্মৃতিচারন সেই সাথে যৌথভাবে পালন করা হয়েছে শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের একনিষ্ঠ শিষ্য শংকর মঠ ও মিশনের আশ্রম অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৮ তম আবির্ভাব।

বৃহস্পতিবার রাতে মন্দির প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান উপলক্ষে গুরু মহিমা স্মৃতি অমৃত ব্যক্ত করেন আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের  একনিষ্ঠ ভক্ত সাংবাদিক শ্রী সঞ্জীত কুমার শীল, রাজীব কুমার সুশীল, অপু দাশ, সাগর কান্তি শীল, পরাণ পাল, সাগর শীল, প্রদীপ শর্মা, দিলীপ দাশ, জীমন শীল এবং শ্রী শ্রী সনাতনী গীতা সংঘ মন্দির এর সভাপতি শ্রী রনি মুহুরী ও  ভক্তবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে গুরু মহারাজের মহিমা জীবনের আলোকপাত ও গীতা পাঠ করেন প্রশান্ত কুমার দাস। অনুষ্ঠান শেষে মহানাম সংকীর্তন ও প্রসাদের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে।

Scroll to Top