আবুধাবিতে সুইস ট্রাভেল এন্ড টুরিজম এর যাত্রা শুরু

আমিরাতপ্রতিনিধি : রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও প্রবাসীদের সুলভে টিকেট প্রাপ্তিতে সহযোগিতা করতে আবুধাবির ইলেক্ট্রা স্ট্রীটের আলম সুপার মার্কেটের সামনে সাবকা রেস্টুরেন্ট বিল্ডিংয়ের মেজাইনিন ফ্লোরে যাত্রা শুরু করল দেশীয় মালিকানাধীন সুইস ট্রাভেল এন্ড ট্যুরিজম।

রবিবার(১৮ ফেব্রুয়ারি) বাদে এশা প্রতিষ্ঠানের স্থানীয় স্পনসর মোহাম্মদ মোছাব্বেহ সায়েদ আল জাহামী ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। এ সময়ে প্রতিষ্ঠানের তিন পার্টনার সিলেটের সোহেল আহমদ ও জাফর আহমদ এবং নোয়াখালীর দেলোওয়ার হোছেন সাথে ছিলেন।

এ ছাড়াও ইউকে প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ হাসান, ব্যবসায়ী সজীব উদ্দিন, সোহেল মিয়া, আলী নুর, সাজিদুর রহমান সাচ্চু, এম এ সাহিদসহ অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্যবসায়ীরা প্রতিষ্ঠানের সফলতা কামনার পাশাপাশি দেশীয় প্রবাসীদের দেশীয় প্রতিষ্ঠান হতে টিকেট ও অন্যান্য সেবা গ্রহণ করার আহবান জানান।

প্রতিষ্ঠানের তিন পাটনার সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। তাঁরা আমিরাতে দেশীয় শ্রমিকদের বন্ধ ভিসার দ্বার উম্মুক্ত করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটির তিন পার্টনারদের আরো বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যাতে প্রায় দেড় শতাধিক দেশীয় কর্মী কর্মরত আছেন। ভিসা চালু থাকলে তারা আরো নতুন প্রতিষ্ঠান চালু করাসহ দেশীয় কর্মীর সংখ্যা পাঁচ শতাধিক করতে পারতেন।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top