আমিরাত প্রতিনিধি: বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) বাদে এশা আবুধাবির বাংলাদেশ সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাসির তালুকদার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুল হক খন্দকার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, সহ সভাপতি শওকত আকবর, জামসেদুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক মইন উদ্দিন মইন, যুগ্ন সম্পাদক সেলিম উল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক এস এম আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আবু তাহের, সাংস্কৃতিক সম্পাদক সজল চৌধুরী, মহিউদ্দিন সিদ্দিকী, সাহিত্য সম্পাদক আয়ূব খান, সংগঠনের সদস্য ইমদাদ হোসেন, খোর্শেদুল আলম জুনিয়র, খোর্শেদুল ইসলাম, মোর্শেদুল আলম, মোহাম্মদ এরশাদ, নাসির মামুন, অধ্যাপক এস এম আবু তাহের, মোছাফফা বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আজিম উদ্দিন সিকদার, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবি সভাপতি সৈয়দ লুৎফর রহমান, প্রজন্ম বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি সভাপতি এস এম রফিকুল ইসলাম, জনতা ব্যাংক কর্মকর্তা রবিন কবির এনামুল, আবুধাবি যুবলীগ সভাপতি মাহবুব খন্দকার।
শুরুতে পবিত্র কুরআন তিলোয়াত করেন- মাওলানা মমতাজ উদ্দিন। অনুষ্ঠানে বিমান, বাংলাদেশ স্কুল, জনতা ব্যাংক আবুধাবীর কমকর্তাবৃন্দসহ সমমনা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফর তাঁর বক্তব্যে শোক দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বতর্মান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে সার্বজনীন পেনসন স্কীম প্রসঙ্গে বলেন, সার্বজনীন পেনসন স্কীমে আপামর জনসাধারণের পাশাপাশি প্রবাসীদেরও কল্যাণ নিহিত রয়েছে। সার্বজনীন স্কীমের প্রবাসী প্রগতি,সুরক্ষা ও সমতা সকলের কল্যানে নিবেদিত। তিনি দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানের শেষে মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।