আবারও ওমরাহর ই-ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব

চাটগাঁ নিউজ ডেস্ক : পবিত্র হজ শেষে ওমরাহর জন্য ইলেকট্রনিক বা ই-ভিসা ইস্যু করা আবার শুরু করেছে সৌদি আরব।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, ‌‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ইলেকট্রনিক ভিসার জন্য আবেদন করা যাবে। ওমরাহর জন্য মুসল্লিরা আগামী ১৯ জুলাই থেকে দেশটিতে যেতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজ।

নুসুক প্লাটফর্মের মাধ্যমে পুরো বিশ্বের মুসল্লিদের মক্কা ও মদিনা ভ্রমণের ব্যবস্থা আরও সহজতর করা হয়েছে। এছাড়া এর মাধ্যমে মুসল্লিরা পছন্দ অনুযায়ী বাড়ি বা বাসস্থান বেছে নেওয়া, যোগাযোগ সেবার পাশাপাশি বিস্তৃত তথ্যের ভান্ডারেও প্রবেশ করতে পারেন।

এছাড়া সহজেই যেন বিশ্বের সব মানুষ পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারেন এবং সাবলীলভাবে চলাচল করতে পারেন সেজন্য অ্যাপটিতে বেশ কয়েকটি ভাষাও যুক্ত করা আছে। অ্যাপটির মাধ্যমে মুসল্লিরা ২৪/৭ বিভিন্ন পরিষেবা পাবেন।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top