পড়া হয়েছে: ৫০৭
চাটগাঁ নিউজ ডেস্ক: আবারও উত্তপ্ত রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন। যেখানে দুপক্ষের গোলাগুলিতে ৫-৭ জন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক সাড় ১০টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া নামক এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
জানা গেছে, গুলিবিদ্ধ অধিকাংশই ওই এলাকার সাধারণ মানুষ। তবে এখনও আহত কারো নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তারা রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের ভাষ্যমতে, রাউজানে বিএনপির বিবাদমান দুই গ্রুপের শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে এই গোলগুলির ঘটনা ঘটতে পারে।
গোলাগুলির ঘটনাটি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান।
তিনি বলেন, গোলাগুলির সংবাদ পেয়েছি। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাতে পারবো।
চাটগাঁ নিউজ/জেএইচ