চাটগাঁ নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংবিধান অনুযায়ী তাদেরকে এ নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১২ আগস্ট) রাতে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন নিয়োগ প্রাপ্তরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে নব নিযুক্তদের শপথ পড়াবেন।
এর আগে, শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি পদত্যাগ করেন। একইদিন বিকেলে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
চাটগাঁ নিউজ/এসএ