নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি হাজারি গলিতে পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলা এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনাসহ হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (৮ নভেম্বর) জুমার নামাজ শেষে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় হেফাজত বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানান। এছাড়া সমাবেশ থেকে হাজারি গলিতে পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িত উগ্রবাদি ইসকন সদস্যদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তিরও দাবি জানানো হয়। পাশাপাশি হাজারি গলিতে মুসলিম দোকানদারদের সুরক্ষারও দাবি জানান বক্তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে এক বিরাট মিছিলের আয়োজন করে হেফাজতে ইসলাম। মিছিলটি আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে শুরু করে চেরাগী মোড় হয়ে পরে জামালখান প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে অংশ নেন হাজার হাজার মুসলিম তৌহিদী জনতা।
চাটগাঁ নিউজ/টিপু/জেএইচ