আনোয়ারায় দশ বছর পর দুই কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রাম আনোয়ারায় মাদক মামলায় ৫ বছরের সাজা এড়াতে ১০ বছর ধরে পালিয়ে ছিলেন মোঃ ইসমাইল ও আবদুর নুর। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তারা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া ও সরেঙ্গা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইসমাইল চুন্নাপাড়া গ্রামের ও আবদুর নুর উত্তর সরেঙ্গা গ্রামের বাসিন্দা।

জানা যায়, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ১৯৯০ সালে কক্সবাজার টেকনাফ থানায় একটি মাদক মামলা হয়। ওই মামলায় ২০১৩ সালে আদালত তাদেরকে ৫ বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। তবে কারাদণ্ড প্রাপ্ত ইসমাইল ও আবদুর নুর  গ্রেপ্তার এড়াতে আনোয়ারাসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল ১০ বছর ধরে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা চুন্নাপাড়া ও সরেঙ্গায় অভিযান চালিয়ে মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী ইসমাইল ও আবদুর নুরকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Scroll to Top