আনোয়ারায় ডাকাতির মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান আটক

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ভোর রাতে চট্টগ্রাম নগরীর হাজারি গলিতে অভিযান চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মৃণাল কান্তি ধর আনোয়ারা সদর ইউনিয়নের ধানপুরা এলাকার মৃত লাল মোহন ধরের ছেলে। তিনি আনোয়ারা উপজেলার দুইবারের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতির দায়িত্বে রয়েছে।

শুক্রবার তাকে আদালাতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারী আনোয়ারা বন্দর সেন্টার এলাকার মুক্তিযোদ্ধা লেয়াকত আলী চৌধুরীর বাড়ীর মো. গিয়াস উদ্দিন নামের এক ব্যবসায়ীর ঘরে ডাকাতির ঘটনা ঘটে। পরে গিয়াস উদ্দিন বাদী হয়ে ১০-১২ জনকে অজ্ঞাত আসামী করে কর্ণফুলী থানায় একটি মামলায় দায়ের করেন। মামলায় বাদী উল্লেখ করেন, ডাকতরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও ৮ ভরি ওজনের স্বর্ণা অলংকার নিয়ে যায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ মোহাম্মদ জানান, বাসা বাড়িতে একটি ডাকাতির মামলায় মৃণাল কান্তি ধর নামে একজনকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তিতে ডাকাতির ৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top